You are currently viewing লাইটস্পীড ক্যাশ (LiteSpeed Cache)

লাইটস্পীড ক্যাশ (LiteSpeed Cache)

আপনি যদি লাইটস্পীড সার্ভারে ওয়ার্ডপ্রেস সাইট হোস্ট করে থাকেন, সেক্ষেত্রে সবচাইতে বড় সুবিধাটি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে লাইট স্পীড সার্ভারের অফিশিয়াল ক্যাশিং টেকনোলোজি লাইট স্পীড ক্যাশ প্লাগইন ইউজ করতে পারবেন। লাইট স্পীড ক্যাশ অনেক পাওয়ারফুল একটি প্লাগইন , যদি আপনি সেটাকে সঠিকভাবে কনফিগার করতে পারেন। অনেক পেইড ওয়ার্ডপ্রেস ক্যাশ প্লাগইনের মধ্যেও এতো ফিচার খুঁজে পাবেন না, যেটা একটা সিঙ্গেল লাইট স্পীড ক্যাশ প্লাগইন এ রয়েছে।

আপনার ওয়ার্ডপ্রেস সাইটে তখনই লাইট স্পীড ক্যাশ ওয়ার্ডপ্রেস প্লাগইনের সকল সুবিধা গুলো পেতে পারবেন, যখন লাইট স্পীড ওয়েব সার্ভার ইউজ করবেন। আর আপনাকে জানিয়ে রাখি, নেবুলা আইহোস্ট এর সকল হোস্টিং প্ল্যান গুলোতেই লাইট স্পীড ওয়েব সার্ভারের সাপোর্ট রয়েছে। তাই নেবুলা আইহোস্ট এর কাস্টমার হিসেবে আপনি সহজেই লাইট স্পীড ক্যাশ ইউজ করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে রকেট বানিয়ে ফেলতে পারবেন।

Leave a Reply